উত্তরদিনাজপুর

ইটাহারের পর রাধিকাপুরে পাওয়া গেল নীলগাই

ইটাহারের পর আবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এক নীলগাই নিয়ে রবিবার সকাল থেকে তোলপাড়, কালিয়াগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত বর্তী রাধিকাপুর এলাকা। সীমান্তের গ্রামবাসীদের তৎপরতায় আটক হওয়া নীলগাই পুলিশের  মাধ্যমে তুলে দেওয়া হয়েছে বন দপ্তরের হাতে। বনাঞ্চল বিহিন এলাকায়  কোথা থেকে এলো এই নীলগাই ,বন দপ্তর ও স্থানীয় মানুষ এই প্রশ্নের উত্তর খুজছে। এদিন উদ্ধার হওয়া নীলগাই নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জের বনদপ্তরের কুলীক পক্ষী নিবাসে।নীল গাইটি প্রাথমিক ভাবে অসুস্থ্য থাকায় তাকে কুলীকে রাখা হবে পড়ে সুস্থ্য হয়ে গেলে মালদার আদিনা অথবা ডুয়ার্সের দিকে পাঠানো হবে বলে জানা যায় বন দপ্তরের কাছে। স্থানীয় সুত্রে জানা যায় প্রথম দিকে নীল গাইটিকে অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন মির্জাপুর এলাকায়,সাধারন মানুষের চোখে পড়ে। নীল গাইকে স্থানীয় লোকেরা ধরার চেষ্টা করলে দৌড় ঝাপ করে সে মাঠ ঘাট পেড়িয়ে মির্জাপুর থেকে সীমান্ত লাগোয়া রাধিকাপুর পঞ্চায়েতের রামগঞ্জের টাঙ্গন নদীর জলে নামে,  কাবু হলে তাকে  আটক করে পিছু নেওয়া গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ।গ্রামবাসীদের সহযোগিতায় নীলগাইকে ট্রাকটারে করে থানায় নিয়ে আসা হয়। নীলগাই দেখতে থানায় সাধারন মানুষ ভীর জমায়। পড়ে পুলিশের উদ্যোগে থানায় নীলগাইকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ছুটে আসে বন প্রেমী সংগঠন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যাল সম্পাদক গৌতম তান্তিয়া।